Bengal Political News: 'দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি আর সচল পয়সা হয়?', বাংলায় ৪ নতুন রাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ কুণালের
"পূর্ণমন্ত্রী নন, বাংলা থেকে চার রাষ্ট্রমন্ত্রী। তাঁদের মন্ত্রিত্বে শুভেচ্ছা। তবে দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি আর সচল পয়সা হয়? বাবুল, দেবশ্রী রাজ্যকে কী দিয়েছেন, হিসাবটা চান। বুঝবেন নতুনদের এই স্বান্তনা পুরস্কারের দাম কতটুকু। ভোটের যে অঙ্কে এই খেলা, সে অঙ্ক মিলবে না।" ট্যুইট কুণাল ঘোষের।
প্রথমবার সাংসদ হয়েই মোদি মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মন্ত্রকের দায়িত্ব নিয়ে নিশীথ বলেন, "নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে যেভাবে গোটা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাঁর মন্ত্রিসভায় স্থান পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। একই সঙ্গে অমিত শাহজির (Amit Shah) মতো অভিভাবকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। নিজের সর্বশক্তি দিয়ে ভারতবর্ষের উন্নয়নের জন্য সব মানুষের কথা শুনে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।"