Bhangar: আব্বাস সিদ্দিকির সভার আগে ISF-TMC সংঘর্ষ, ফের উত্তপ্ত ভাঙড় | Bangla News
আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সভার আগের দিন আইএসএফ (ISF)-তৃণমূল (TMC) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের বরালি মালঞ্চ এলাকা। রবিবার এলাকার একটি মাঠে আব্বাসের সভার আয়োজন করা হয়। অভিযোগ তার আগে গতকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা আইএসএফ কর্মীদের সভা করতে না দেওয়ার হুমকির পাশাপাশি বাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ। পরে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। ঘটনায় আইএসএফ-এর তরফে অভিযোগ দায়ের হয়েছে। দুই তৃণমূল সমর্থককে আটক করেছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, রবিবার ওই মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার হওয়ার কথা। একই জায়গায় আব্বাস সিদ্দিকির সভা নিয়ে আপত্তি জানান স্থানীয়রা। তার জেরেই গন্ডোগোল বাধে। ঘটনায় দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল।






















