BJP Protest: সরকারকে সচেতন করতেই পুরসভা অভিযান, দাবি দিলীপের
আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আমরা শাসক দল অথবা পুলিশের জন্য পুরসভা অভিযান করিনি। সাধারণ মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার হচ্ছে, ভ্যাকসিনের নিয়ে রাজ্যজুড়ে যে হাহাকার চলছে, ভ্যাকসিনের নাম করে যে ধোঁকাবাজি চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতায় না থাকার জন্য সোমবারের পুরসভা অভিযানে অংশ নিতে পারেননি। সরকারকে সচেতন করার জন্যই এই আন্দোলন। সরকারের ব্যবহার কোন পরিবর্তন না এলে বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব তাদের রাস্তায় নিয়ে আসা। বিরোধী দল হিসাবে রাজ্যের সাধারণ মানুষের কথা তুলে ধরেছে বিজেপি।"
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির (BJP) পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে দিল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল সহ গ্রেফতার ৫৮। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর জামিন। বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)। "হেরেও গাজোয়ারি", কটাক্ষ তৃণমূলের (TMC)।