Governor's Delhi Visit: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেও দিল্লি যেতে পারেন রাজ্যপাল: শমীক ভট্টাচার্য
দিল্লি (Delhi) গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission of India) রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য তিনি আজ ১০টা ২০-র ফ্লাইটে দিল্লি রওনা দিয়েছেন। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে রাজ্য পুলিশ, প্রশাসন এবং শাসক দলের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যপালকে বারবার আক্রমণ করেছে রাজ্যের তৃণমূল সরকার। তারপর মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন। সেই পরিপ্রেক্ষিতেও রাজ্যপাল দিল্লি যেতে পারেন।’
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)