John Barla Controversy: এবার তৃণমূলের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ জন বার্লা
বঙ্গভঙ্গ মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অভিযোগের পাল্টা মানসিক হেনস্থার অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের (Alipurduar) সাংসদ জন বার্লা (John Barla)। তফশিলি জাতি ও উপজাতি আইনে মামলা করার আবেদন জানিয়ে নির্দিষ্ট থানায় স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি সাংসদ (BJP MP)। পুরোটাই নাটক, বঙ্গভঙ্গের চক্রান্ত যে কোনও মূল্যে রোখা হবে, প্রতিক্রিয়া তৃণমূলের। বিজেপি সাংসদের অভিযোগ প্রসঙ্গে আলিপুরদুয়ারের পুলিশ সুপারের (SP) দাবি, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।
এদিকে, সলিসিটর জেনারেল (Solicitor General) তথা নারদ মামলায় (Narada Case) সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগের প্রেক্ষিতে এবার সরাসরি সলিসিটর জেনারেলকে সরানোর দাবি জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দুশেখর রায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই দাবি জানিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছেন, নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাইকোর্টে সওয়াল করছেন। এরপর সারদা কেলেঙ্কারির (Saradha Scam) প্রসঙ্গ টেনে তৃণমূলের চিঠিতে লেখা হয়েছে, সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন (Sudipta Sen) মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: বিধানসভায় যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/fe980d07dcd49985726cc129d99e161c1739870508663535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)