TMC vs Governor: এবার রাজ্যপালের বিরুদ্ধে বেআইনি জমি বণ্টনের অভিযোগ আনল তৃণমূল
রাজ্য-রাজ্যপালের সংঘাতের মহাভারত। একইদিনে তিন তিনটি অভিযোগে রাজ্যপালকে (Governor) বিঁধল রাজ্যের শাসকদল। তালিকায় সর্বশেষ সংযোজন পঞ্জাবে (Punjab) বেআইনি জমি বণ্টনের অভিযোগ। দুদিন আগে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ট্যুইট করে অভিযোগ করেন, “সততার মূর্ত প্রতীক পশ্চিমবঙ্গের রাজ্যপাল বেআইনিভাবে জমি বণ্টনে লাভবান হয়েছিলেন। যা পরবর্তীকালে বাতিল করে দেয় পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের ফুল বেঞ্চ। কাকাবাবু, এটাও বুঝি সাংবিধানিক বিষয় ছিল?” এই ইস্যুতে শুরু হয়েছে ট্যুইট-যুদ্ধ। সুর চড়িয়ে কটাক্ষের সুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy) লিখেছেন, “বিদেশি ব্যাঙ্কে বাহকের কাজ করা মহিলা রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে পঞ্জাবে জমি দুর্নীতি আবিস্কার করেছেন। তাহলে আমরা কি আশা করতে পারি, সারদাকর্তা সুদীপ্ত সেনকে মহাজাগতিক দামে, জঞ্জাল ছবি বিক্রি করা নিয়ে ওই মহিলা কিছু আলোকপাত করবেন?” যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করেও শুরু হয়েছে তীব্র সংঘাত।
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)