Mamata Banerjee's Speech: আগামীদিনে জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী মুখ হতে চলেছেন মমতা? উস্কাচ্ছে জল্পনা
কখনও বাংলায়। কখনও হিন্দিতে। কখনও ইংরাজিতে। ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) ২৪-এর বার্তা। ৪৯ মিনিটের ভাষণে তিনটি ভাষায় মিলিয়ে মিশিয়ে ২১ জুলাইয়ের বার্তা দিলেন তৃণমূলনেত্রী। সেই মঞ্চেই করোনা, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি, পেগাসাসের মতো জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে একযোগে নিশানা করলেন মোদি সরকারকে। পি চিদম্বরম, শরদ পাওয়ারের মতো নেতাদের উদাহরণ দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে সরব হলেন তৃণমূলনেত্রী। বঙ্গ বিধানসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু হ্য়াট্রিক গড়ে আবার মসনদে ফিরেছে তৃণমূল (TMC)। পর্যবেক্ষক মহলের একাংশের মতে এই জয় জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। জল্পনা চলছে তবে কি আগামী দিনে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই হতে চলেছে বিরোধীদের মুখ? আগামী সপ্তাহেই দিল্লি যাবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আপতত রাজনৈতিক মহলের নজর তাঁর দিল্লি সফরের দিকে।