Municipal Election: পুরনির্বাচনের আবহেই রাজ্যে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি নাড্ডা, আসতে পারেন অমিত শাহও | Bangla News
চারটি কর্পোরেশনের ভোটের (Municipal Election) আগে রাজ্যে আসছেন জেপি নাড্ডা (JP Nadda)। ৯ এবং ১০ জানুয়ারি বাংলায় আসবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah)। সোমবার রাজ্য বিজেপি (BJP Bengal) নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ (BL Santosh)। সূত্রের খবর, বৈঠকে সংগঠনকে ঢেলে সাজাতে তারুণ্যে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি সাংগঠনিক স্তরে রদবদলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে। একাধিক হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিজেপির পাঁচ মতুয়া বিধায়ক। অন্যদিকে, কিছুদিন আগে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠকে সাংসদ, বিধায়কদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সংগঠনে যাঁরা আছেন, তাঁদের প্রয়োজনীয় সম্মান দিতে হবে।