Poster Against Sunil Mondal: 'গদ্দার সাংসদকে তৃণমূলে ফেরানো যাবে না', পোস্টার সুনীলের দরজাতেই
এবার সাংসদ সুনীল মণ্ডলের (Sunil Mondal) বিরুদ্ধে পোস্টার দুর্গাপুরের পানাগড় (Panagarh) এলাকায়। পরপর তিন জায়গায় তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে সেই পোস্টারগুলি আটকানো হয়েছে। একটি পানাগড় বাজারে, অপরটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে, সর্বোপরি খোদ সাংসদ সুনীল মণ্ডলের কাঁকসা (Kanksa) থানার সামনে বাড়ির দরজাতেও পড়ল সেই পোস্টার। এই পোস্টারে লেখা রয়েছে সুনীল মণ্ডলের দলে প্রত্যাবর্তন কোনওভাবে মেনে নেওয়া যাবে না। একইসঙ্গে তৃণমূলের (TMC) নাম নিয়ে ঐ পোস্টারে লেখা হয়েছে, দলবদলুদের আঁতুরঘর ছিল কাঁকসা থানার সামনে সাংসদ সুনীল মণ্ডলের বাড়ি, তাই গদ্দার এই সাংসদকে কোনওভাবে নেওয়া যাবে না। উল্লেখ্য ভোটের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে গলসির সাংসদ সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে পানাগড় এলাকায় পরপর তিন এলাকায় এই পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খোদ সুনীল মণ্ডলের বাড়ির দরজায় পোস্টার পড়ায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়।