Raj Chakraborty: 'বিজেপির অনেক তারকাই তৃণমূলের দিকে পা বাড়িয়ে', দাবি রাজের
বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য অনেকেই পা বাড়িয়ে আছেন। বিজেপির তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সংস্কৃতি সেলের চেয়ারম্যান তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) বলেন, “কেউ রাজনীতি করতে চায়, এমন কোনও ব্যাপার নেই। কিন্তু কেন তাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তা ওরাই বলতে পারবেন। কী বলে ওঁদের নিয়ে যাওয়া হয়েছিল, তা ওরাই বলতে পারবেন। ওরা ভালো অভিনেতা-অভিনেত্রী। এরা রাজনীতিতে ফিরুক না ফিরুক, এরা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। যতই বিজেপিতে দাঁড়িয়ে থাকুন, এরাও মনে মনে চাইতেন যে বাংলা নিজের মেয়েকেই চায়। কয়েকদিন পরেই সবটা বোঝা যাবে। এরা সবাই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছে। আমার মনে হয়, বিজেপি দলটা আগামী ৬ মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। যা চলছে, যা বুঝতে পারছি, যারা আছেন তাঁরা পা বাড়িয়ে আছেন, নাম লিখিয়ে আছেন।“ পাশাপাশি তিনি বলেন, “যারা বিজেপিতে গেছেন, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট ভালো অভিনেতা-অভিনেত্রী। কোনও শিল্পীরই বিজেপিতে জায়গা হতে পারে না। বিজেপি খুব উগ্র একটি দল। কোনও বাঙালি শিল্পীই থাকতে পারবেন না, কারণ বিজেপিই তো বলে শিল্পীদের রগড়ে দেওয়া উচিত।”
![New Delhi Railway Station:মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/ec94dda85633b20975c9a73e7415ce4c1739704950005894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)