Sukhendu Sekhar Roy: 'রাজ্যে করোনা সংক্রমণের হার কম, কেন উপনির্বাচন করা যাবে না?', প্রশ্ন সুখেন্দু শেখর রায়ের
আজ সাংবাদিকের মুখোমুখি হলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ৮ দফায় বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দফায় যখন হয় তখন রাজ্যে করোনা সংক্রমণ ছিল ৩ শতাংশ। ৮ম অফার নির্বাচনের সময় রাজ্যের করোনা (Covid) সংক্রমণের হার গিয়ে দাঁড়ায় ৩৩.২০ শতাংশ। আর এখন পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার মাত্র ২ শতাংশ। ৩৩.২০ শতাংশ করোনা সংক্রমণের সময় যদি রাজ্যে নির্বাচন করা যায়, তাহলে এখন ২ শতাংশ সংক্রমণের সময় রাজ্যে উপনির্বাচন (Election) কেন করা যাবে না? আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন সাংবিধানিক নির্দেশ মেনে সঠিক সময়সীমার মধ্যেই উপনির্বাচন করাবেন।’ অন্যদিকে লাগাতার বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের দাম (Petrol Price) প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটি সংগঠিত লুঠ। ভারত সরকার সংগঠিতভাবে দেশবাসীকে লুঠ করছে। এই বিজেপি যখন বিরোধী দল ছিল তখন পেট্রোলের দাম সামান্য বাড়লেও তাঁরা বিক্ষোভ দেখাতেন। আর এখন প্রায় প্রতিদিন দাম বেড়েই চলেছে। এখন তাঁরা রাজ্যগুলিকে ভ্যাট কমাতে বলবে।’