WB Politics: 'বিধানসভা কি মন্দির-মসজিদ! যে দলে যোগদান করানো যাবে না', শুভেন্দুর পাল্টা সুব্রত | Bangla News
বৃহস্পতিবার বিধানসভায় সব্যসাচী দত্তের তৃণমূলে যোগদান প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "তৃণমূল কংগ্রেস (TMC) সমস্ত সীমা অতিক্রম করেছে। বিধানসভায় একজন পরিষদীয় মন্ত্রী তাঁর সরকারি কক্ষে অন্য এক মন্ত্রীকে সঙ্গে নিয়ে একজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন, দলের পতাকা ধরালেন। এই ঘটনা বেনজির। ভারতের অন্য কোনও বিধানসভা বা লোকসভাতেও এমন ঘটনার উদাহরণ নেই। এরাজ্যে সংবিধানের মূল বক্তব্য সমাধিস্থ করে এটাই ছিল শেষ পদক্ষেপ। আমরা এই ঘটনার প্রতিবাদ জানালাম। আমরা অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দেব। রাজ্যপালের কাছেও যাব।" এর পাল্টা তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, "বিধানসভা কি মন্দির-মসজিদ যে ওখানে এটা করা যাবে না? কোন বইতে লেখা আছে? খারাপ আচরণ, অসৎ আচরণ, অসত্য কথাবার্তা এগুলো বিধানসভাকে কলুষিত করে। কাকে কী পতাকা তুলে দেওয়া হল, তাতে বিধানসভা কলুষিত হয় না।"