Pune Bridge News: পোস্তার বিপর্যয়ের সঙ্গে পুনের সেতু বিপর্যয়ের কোনও সম্পর্ক আছে বলে জানা নেই: শমীক
ABP Ananda LIVE : তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা। কিন্তু মনে রাখতে হবে, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাষ, সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পোস্তা উড়ালপুর ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, অ্যাক্ট অব ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন, বিজ্র ভেঙে পড়া বা গুজরাতের দুর্ঘটনা অ্যাক্ট অব ফ্রড।আমরা সবসময়েই মানি দুর্ঘটনা মানে দুর্ঘটনা, দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে, আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে। তাহলে আশা করি মহারাষ্ট্রের ঘটনাতেও প্রধানমন্ত্রী একই কথা বলবেন।' অপরদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পোস্তার বিপর্যয়ের সঙ্গে পুণের সেতু বিপর্যয়ের কোনও সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। পোস্তার বিপযয়ের পরে যে মানুষগুলি মারা গেছেন, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, সেইসব পরিবারগুলির পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল, সেটা মানুষের জানা। যাওয়ার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে, এবং দলকে দূরে রাখলে, তাঁদেরই ভাল হবে।

















