Ratha Yatra 2024: ৫৩ বছর পর ফের বিরল ঘটনা, ২ দিন ধরে পালিত পুরীর রথযাত্রা। ABP Ananda Live
৫৩ বছর পর ফের বিরল ঘটনা। দু'দিন ধরে পালিত হচ্ছে পুরীর রথযাত্রা (Puri Ratha Yatra)। রবিবার নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পর রথের রশিতে পড়ল টান। সোমবার ফের জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা।
৫৩ বছর পরএবার পুরীর রথযাত্রা এক দিন নয়, দু-দিন। এর আগে ১৯৭১ সালে এই ঘটনা ঘটেছিল। তারপর এই প্রথম। রীতি অনুযায়ী রথের আগের দিন হয় নেত্রউৎসব, নবযৌবন বেশ। কিন্তু, এবার তা রথের দিন পড়েছে। ফলে, রথ টানা দেরিতে শুরু হয়। সেই কারণে এবার দু-দিন রথ। রাত দুটো থেকে শুরু হয় কর্মকাণ্ড। চেষ্টা করা হয়েছিল যাতে দ্রুত রথ টানা শুরু করা যায়। সেই অনুযায়ী, এদিন সকাল সোয়া দশটা নাগাদ চলে আসে আজ্ঞামালা। সকাল সোয়া ১১টা থেকে শুরু হয় পহন্ডী। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে....যা পহন্ডী নামে পরিচিত...। পহন্ডী করে প্রথমে সুদর্শন, তারপর বলভদ্র-শুভদ্রা এবং জগন্নাথ দেবকে রথে তোলা হয়। পাঁচটা বাজার একটু আগে শুরু হয় পুরীর রথযাত্রা। সোমবার সকালে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করবে জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজ।