Supreme Court: সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিল মামলার শুনানি, স্পষ্ট হবে ২৬ হাজারের ভবিষ্যৎ?
ABP Ananda Live: শুরু হল সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিল মামলার শুনানি । প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে দুপুর ২টোর পর শুনানি শুরু হয়।
সওয়াল জবাবের প্রথম পর্যায়েই বৈধ ও অবৈধ চাকরিপ্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেন গ্রুপ সি চাকরিপ্রাপকদের আইনজীবী। তিনি আদালতের কাছে ফের বলেন, অন্যের বেনিয়মের জন্য যেন সব যোগ্য চাকরিপ্রাপকরা বঞ্চিত না হন। নবম-দশম ও গ্রুপ ডি চাকরিপ্রাপকদের আইনজীবী মুকুল রোহতগি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সওয়াল করেন। তিনি প্রশ্ন তোলেন , নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ৩টি হার্ড ডিস্কের বৈধতা কতটা ? আদালতে রোহাতগি বলেন, আসল OMR শিট যেখানে নেই, তার স্ক্যান করা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে পরীক্ষাগ্রহণকারী সংস্থার নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ৩টি হার্ড ডিস্ককে গুরুত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত ? তিনি বলেন, 'আমরা জানি না, ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কি না'।


















