Governor to CM: প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কে সরিয়ে দিন, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের
ABP Ananda LIVE: প্রয়োজনে CP-কে সরিয়ে দিন, এবার মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন রাজ্যপাল (Governor)। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, 'আর জি কর-কাণ্ডে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকুন। প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিন।'
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।
![আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite.....I২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/2cd6a07d026c0ecd5df93bbaa346b5ff1739462706233894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite.....I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/2cd6a07d026c0ecd5df93bbaa346b5ff1739462706233894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite... I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/891b583969c37f339bbe943f326a51931739462383174894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Income Tax : লোকসভায় নতুন আয়কর বিল পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কতটা লাভ হল করদাতাদের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/673707edd81ba145e5eb618fb97e32341739456834741535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)