Shankar Ghosh: মুখ্যমন্ত্রীর ভাষা, রুচি সমস্তটাই যেন মনে হল তিনি বিরোধী দলে বসে আছেন: শঙ্কর ঘোষ
ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর ভাষা, রুচি সমস্তটাই যেন মনে হল তিনি বিরোধী দলে বসে আছেন, বিধানসভায় সেনাকে সম্মানের প্রস্তাবে মন্তব্য শঙ্কর ঘোষের। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রস্তাবটা এনে প্রকারন্তরে ঘুরিয়ে দেশবাসীকে অপমান করেছেন।
'রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না', আক্রমণ মমতার
বিদেশ ফেরত কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য় হিসেবে, প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিতে গেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর আজই বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে তুমুল বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্য়মন্ত্রী বলেন, "রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। হিন্দু ধর্ম, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। এটা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম, রামকৃষ্ণদেবের হিন্দু ধর্ম, আপনারা ছদ্মবেশী হিন্দু। সবাইকে সম্মান করি। আপনাদের ইগনোর করি।" পাল্টা শুভেন্দু অধিকারীও বলেন, "আমরাও ওঁকে জবাব দিয়েছি। আমরা ওঁকে এক ইঞ্চি জায়গা দিইনি।" বিধানসভায় বিজেপির উদ্দেশে মুখ্য়মন্ত্রী বলেন, "অর্ধশিক্ষিত রাজনৈতিক দল। লজ্জা করে না ছিঃ! লজ্জা করে না ছিঃ।" অন্য়দিকে, বিরোধী দলনেতাও বলেন, "আমরা উঠে দাঁড়িয়ে ছিঃ মমতা, ছিঃ মমতা, ছিঃ মমতা, ওঁর সামনে করেছি।"

















