Sri Lanka: আর্থিক সঙ্কট নিয়ে সরব জয়সূর্য, সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ রণতুঙ্গার। Bangla News
শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট চলতে থাকলে দুর্ভিক্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বলে সতর্ক করে দিলেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার। তিনি জানান, খাদ্য ও জ্বালানি সঙ্কট চলছে। সঙ্কট আরও বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা। এদিকে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনত্ জয়সূর্য তাঁর দেশের এই সঙ্কট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, "দেশের মানুষকে যে এই দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। এই অবস্থা চলতে পারে না বলেই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।" শ্রীলঙ্কায় বিদ্যুত্ সঙ্কট চরমে বলে জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার আর এক প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা এই দুঃসময়ে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, "ভারত শ্রীলঙ্কার বড় ভাইয়ের মতো। শ্রীলঙ্কার প্রয়োজনে জ্বালানি ও ওষুধ পাঠিয়েছে ভারত।"
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)