কবে থেকে রাজ্যে লোকাল ট্রেন? বৃহস্পতিবার হবে চূড়ান্ত সিদ্ধান্ত, আজ বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট – দেখুন ‘সকালের শিরোনাম’
আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চালু করতে চায় রেল। কবে থেকে শুরু? বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালুতে জোর সরকারের। সব স্টেশনে দাঁড়াবে না লোকাল ট্রেন। দাঁড়িয়ে নয়, বসেই যেতে হবে যাত্রীদের। করোনাকালে রাজ্যের কাছে প্রস্তাব রেলের। ১০ থেকে শুরু করে ২৫ শতাংশ ট্রেন চালানোর ভাবনা। ডিসেম্বর থেকে কলেজে শুরু ক্লাস। করোনা আবহে কবে থেকে খুলবে স্কুল? প্রস্তুতি শুরু সরকারের। প্রয়োজনে ভাগে ভাগে স্কুলে আনার ভাবনা, কালীপুজোর পর ঘোষণা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ৪ হাজার ছুঁইছুঁই। ৫৭ জনের মৃত্যু। সুস্থতার হার প্রায় ৮৯ শতাংশ। কলকাতা মেডিক্যালে একসঙ্গে সংক্রমিত ২০ চিকিৎসক, ২৬ জন নার্স। জীবনতলায় দুষ্কৃতী হামলা, তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। এলাকায় দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গ্রামবাসীদের অভিযান, পালানোর সময় গুলি। দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুভেন্দু অধিকারীর নামে ব্যানার নিয়ে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আজ বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট। ৯৪ টি আসনে ভোটগ্রহণ। প্রায় দেড় হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ। রাত পোহালেই হোয়াইট হাউসের লড়াই। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর স্নায়বিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বেগ।