Ananda Sakal 4: শাহের সভাস্থলে হলুদ পতাকা হাতে হাজির গ্রেটার কোচবিহারের সমর্থকরা
ভোটের মুখে ফের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর কোচবিহারে আসার কথা। বিজেপি (BJP) সূত্রে খবর, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অমিত শাহ। রাসমেলা ময়দানে তাঁর সভা রয়েছে। তারপর কোচবিহারের রাসমেলা ময়দান থেকেই পরিবহণ যাত্রার সূচনা করবেন তিনি। ইতিমধ্যেই সভাস্থলে হলুদ পতাকা হাতে পৌঁছতে শুরু করেছেন গ্রেটার কোচবিহারের সমর্থকরা। আজ কোচবিহারের রাসমেলার ময়দান থেকে রথযাত্রার সূচনা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তারই আগে রাসমেলা ময়দানের আশেপাশে টাঙানো হয়েছে বেনামি ফ্লেক্স। গত লোকসভার ভোটের আগে নারায়ণী সেনা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করার দাবিতেই এই ফ্লেক্স। এই ঘটনায় TMC-কে কাঠগড়ায় তুলেছে বিজেপি (BJP) । অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।