Budget Session: ওয়েলে নেমে BJP-র বিক্ষোভ! চার মিনিটেই ভাষণ শেষ রাজ্যপালের
প্রথা অনুযায়ী কথা ছিল রাজ্যপালের (Governor) ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। সেই প্রথা মেনেই বিধানসভা কক্ষে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কিন্তু তাঁর বক্তব্যের শুরুতেই বিধানসভার ওয়েলে নেমে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা (BJP MLA)। এর জেরে রাজ্যপালের ভাষণ কারও কর্ণগোচর হয়নি বলে জানা যাচ্ছে। পুরো ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল। মাত্র চার মিনিটের মধ্যে ভাষণ শেষ করেন রাজ্যপাল। এরপর বিধানসভা থেকে বেরিয়ে যান জগদীপ ধনকড়। প্রথা মেনে তাঁকে বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay)। প্রসঙ্গত, আজ বিধানসভায় এসেই ড.অম্বেডকরের মূর্তিতে একে একে মালা দেন মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ এবং রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিকক্ষণ তাঁকে কথা বলতেও দেখা যায়।