COVID Update: কার্যত লকডাউনের মধ্যে আজ থেকে খুলল তারকেশ্বর মন্দির, তবে গর্ভগৃহে প্রবেশ নিষেধ
রাজ্যে একদিনে করোনায় (Corona) ১০৮ জনের মৃত্যু। একদিনে ৮ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন। ৩০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে সংক্রমিত ৯৭৬ জন। ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৪ শতাংশ। এদিকে রাজ্যে কার্যত লকডাউনের মধ্যে বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দির। তবে ঢোকা যাবে না গর্ভগৃহে। এদিন সকালে দূরত্ববিধি মেনে পুজো দেন ভক্তরা। পাশাপাশি সুন্দরবনে ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ কিমি নদীবাঁধ। ঠিকমতো মেরামত না করায় ফি বছর এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ।
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)