Covid Updates: বাড়ছে করোনা, রাজপুর-সোনারপুর পুর - এলাকায় তিনদিন বন্ধ থাকবে বাজার-দোকান
সোনারপুর (Sonarpur) পুর-এলাকায় ফের বাড়ছে করোনা (Covid) সংক্রমণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া পদক্ষেপ নিল রাজপুর-সোনারপুর পুরসভা। সোমবার থেকে ৩ দিন বাজার-দোকান বন্ধ রাখার নির্দেশ। জরুরি ভিত্তিতে শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। এনিয়ে আজ থেকেই প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রচার। আগেভাগে প্রয়োজনীয় জিনিস কিনে রাখার আবেদন জানানো হবে। আগামী শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। পুর-এলাকার বাসিন্দাদের দৈনিক ভ্যাকসিনের সংখ্যাও বাড়ানো হবে বলে পুরসভা জানিয়েছে।
অন্যদিকে, কসবার ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে (Kasba Vaccine Scam) কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দেবাঞ্জন দেব কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে একাধিক জায়গায় ভুয়ো ক্যাম্প করেছেন। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কারও মৃত্যু হলে তা কেন্দ্রের ঐতিহাসিক গণটিকাকরণ অভিযানের পক্ষে খারাপ দৃষ্টান্ত হবে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেন শুভেন্দু অধিকারী।