এক্সপ্লোর
Factory Fire: নিউ ব্যারাকপুরের কারখানায় ড্রোন উড়িয়ে ৪ শ্রমিকের খোঁজ চালাবে দমকল
বুধবার ভোররাতে ভয়াবহ আগুন (Fire) লাগে নিউ ব্যারাকপুরের (New Barrackpore) একটি কারখানায়। ভিতরে একের পর এক বিস্ফোরণ হয়। ৭২ ঘন্টা পর অবশেষে নিয়ন্ত্রণে আগুন। কিন্তু কারখানা লাগোয়া ওষুধের গুদামের বেশ কিছু অংশে রয়েছে পকেট ফায়ার। সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। এখনো খোঁজ মেলেনি কারখানার ৪ শ্রমিকের। আজ ড্রোনের সাহায্যের কারখানার ভিতরে তাঁদের খোঁজ চালানো হবে। কারখানার দ্বিতীয় তলেই ছিলেন শ্রমিকরা। লকডাউনের মধ্যেও কারখানা চালু রেখে শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি পরিবারের। কারখানার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজ্য
রায় ঘোষণার পরও আশঙ্কামুক্ত হতে পেরেছে হরগোবিন্দ দাসের পরিবার?এখন কী পরিস্থিতি ?
আরও দেখুন






















