Top Stories: বয়স ১৮ বছর হলেই ১ মে থেকে মিলবে করোনার ভ্যাকসিন
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ফের প্রায় সাড়ে ৮ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৪২৬। মৃত্যু হয়েছে ৩৮ জনের। কলকাতায় একদিনে সংক্রমিত ২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৮০০। মৃত্যু হয়েছে ৯ জনের। করোনা সংক্রমণের আঁচ এসে পড়েছে রেলেও। হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে দূরপাল্লা ট্রেনের ৫০ জনের বেশি চালক ও গার্ড করোনা আক্রান্ত। এই অবস্থায় দূরপাল্লার ট্রেনের পরিষেবা স্বাভাবিক রাখতে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৮ বছর বয়স হলেই এবার মিলবে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। ১ মে থেকে কার্যকর। ৪৫ ঊর্ধ্বদেরই ভ্যাকসিন দিতে হিমশিম, কীভাবে এত মানুষের টিকাকরণ? প্রশ্ন চিকিৎসক মহলের একাংশের। কেন্দ্রের নির্ধারিত দামে খোলা বাজারেও মিলতে চলেছে করোনার (Corona) ভ্যাকসিন। উৎপাদনের ৫০ শতাংশ পর্যন্ত রাজ্যকে সরবরাহ করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। কালোবাজারির আশঙ্কায় চিকিৎসকদের একাংশ। ভ্যাকসিনেও বাড়ছে সঙ্কট। কোথাও কোথাও বন্ধ টিকাকরণ। একদিনে অনেকে চলে আসায় বিপত্তি, দাবি হাসপাতালের। ভ্যাকসিনের সঙ্কট নিয়ে মমতার (Mamata Banerjee) নিশানায় কেন্দ্র। বারবার বলা সত্ত্বেও ওষুধ-টিকা না পাঠানোর অভিযোগ। সংক্রমণ বৃদ্ধিতে দায়ি রাজ্যই, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। একসঙ্গে লড়ার বার্তা রাজ্যপালের (Jagdeep Dhankar)। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। বাংলার ভার থাক বাংলার নেতৃত্বের হাতেই, নাম না করে ফের বিজেপিকে নিশানা অমর্ত্য সেনের।