ফটাফট: 'দিদিকে বলো শুরু করে এখন দলটাই বিজেপি হয়ে গেছে', খোঁচা সূর্যকান্তের ও অন্য খবর
সনিয়া চাইলেও বাংলায় একজন ঢিলে দিচ্ছেন। সদিচ্ছা থাকলে ২ একদিনের মধ্যে জট কাটাতে সাহায্য করবে। কংগ্রেসকে ২ দিন সময় দিয়ে বার্তা আব্বাস সিদ্দিকির।
আগে বামেদের সঙ্গে আলোচনা শেষ হোক, তারপর অন্য কারও সাথে ভাগাভাগি। পাল্টা বার্তা অধীর চৌধুরীর।
জোট মসৃণ করার কাজ করবে বামেরা। আইএসএফ কংগ্রেস জোট জটিলতা নিয়ে মন্তব্য মহম্মদ সেলিমের।
দিদিকে বলো শুরু করে এমন বললেন মুখ্যমন্ত্রী, দলটাই হয়ে গেল বিজেপি, খোঁচা সূর্যকান্তর। একদিকে থাকবে তৃণমূল-বিজেপি, অন্যদিকে আমরা। সুর চড়ালেন বিমান।
সরকারের বদল সময়ের অপেক্ষা। আগামী দিনে থাকবে না টিএমসি-বিজেপি। ব্রিগেডের ময়দানে পরিবর্তনের রামধনু। হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
আগামী নির্বাচনে মমতাকে শূন্য করে ছাড়ব। এই সরকারের উপর ক্ষিপ্ত মানুষ। জোটের প্রথম ব্রিগেডে এসে হুঙ্কার আইএসএফের আব্বাস সিদ্দিকির।
বাম আমলে ২১ জুলাইয়ে পুলিশের গুলিতে কংগ্রেস কর্মীদের প্রাণ গিয়েছিল। আর আজ হাত মেলাল। জোটের সমালোচনায় তৃণমূল। ব্রিগেডে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলেন কংগ্রেস নেতারা। অথচ বন্দেমাতরম ধ্বনি উঠল না। কটাক্ষ বিজেপির।
ব্রিগেডের পথে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল কর্মীদের মারধর, অভিযুক্ত আইএসএফ। কটূক্তির প্রতিবাদ করায় হামলা, দাবি শাসকদলের। আহত হন ৬ জন। পাল্টা হামলার অভিযোগ আব্বাস সিদ্দিকির।
পর্ণশ্রীতে নিজের ওয়ার্ডেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।কালো পতাকা দেখানো হল তাঁকে এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ছেড়া হল বিজেপি নেত্রীর ফ্লেক্সও। ঘটনায় নাম না করে স্ত্রীকেই দুষলেন শোভন। পাল্টা জবাব দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও।