Mamata On Scooter:' অভিনব নাটক' মুখ্যমন্ত্রীর স্কুটার-যাত্রা: জয়প্রকাশ
আজ পেট্রোল-ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্ন যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে স্কুটারে সওয়ার ছিলেন মুখ্যমন্ত্রী, সেই স্কুটারটি চালাচ্ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumder) বলেন, "এটা অভিনব প্রতিবাদ নয়, এটা অভিনব নাটক। " একইসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানান, "মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানাবেন তাই স্বাভাবিক। উনি ভালো করেছেন বলেই আমি মনে করি। কিন্তু যখন মূল্যবৃদ্ধি হয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু তিনি তখন প্রতিবাদ করেননি। করলে আজ এই ঘটনা হত না।" অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "সারা দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। সবাই প্রতিবাদ করছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ নির্বাচনী নাটক।"