Modi Speech: 'বিচারের দ্রুত সুফল সবাই যেন পান', আইনমন্ত্রকের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।Bangla News
‘আইনের পরিভাষা সহজবোধ্য করার কাজ চলছে। আদালতে স্থানীয় ভাষাকে উত্সাহ দিতেই হবে, সবাই তা বুঝতেও পারবেন।’ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী । সম্মেলনেযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান ভবনে এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে বসেছেন বিজেপি-শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অনুষ্ঠানের শুরুতেই ভাষণ দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এরপর ভাষণ দিতে ওঠেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা। বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। সবার বোধগম্য স্থানীয় ভাষায় আইন তৈরিতে জোর। বিচারের দ্রুত সুফল সবাই যেন পান। মুখ্যমন্ত্রী ও রাজ্যের প্রধান বিচারপতিদের সম্মেলনে পরামর্শ প্রধানমন্ত্রীর।
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cc8f599fc9d1d9c1384def35a4dc831c1739782716208967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে', সাসপেন্ড হতেই রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a5b2c15b257a426b57db3e362bf5ccea1739782313059967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, কাল থেকে ধর্না কর্মসূচি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ef36dd0c2d8c53d2fee94c2939a51d731739781695666967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)