New committee on Covid: তৃতীয় ধাক্কা সামলানোর প্রস্তুতি, ১০ বিশেষজ্ঞের কমিটি গড়ল রাজ্য
করোনার (Covid) তৃতীয় ঢেউয়ের (Third Wave) সম্ভাবনার কথা মাথায় রেখে ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য সরকার। এই কমিটিতে বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায় ও বিভূতি সাহা, এসএসকেএমের অভিজিত্ চৌধুরী সহ ৬ চিকিৎসক রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে এই কমিটি কাজ করবে। নিয়মিত বৈঠক করার পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও পরিকাঠামোর উন্নতি নিয়েও কমিটি সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি, রাজ্যের প্রস্তুতিতে কোন ত্রুটি থাকছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে এই কমিটি। তাঁদের রিপোর্ট অনুযায়ী সেই ত্রুটি সংশোধন করবে রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। সেই কারণে ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পালকেও এই কমিটিতে রাখা হয়েছে।