Pamela Goswami Cocaine Case: মাদক তদন্তে রাকেশকে তলব, হাজিরা দিতে পারবেন না জানালেন BJP নেতা
বিশেষ কাজে দিল্লি যাওয়ার কারণে হাজিরা দিতে পারবেন না রাকেশ সিংহ (Rakesh Singh)। তাঁর বদলে লালবাজারে (Lalbazar) গিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবেন তাঁর দু'জন আইনজীবী। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে লালবাজারে তদন্তকারী অফিসারদের কাছে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছিল রাকেশ সিংহকে। পরবর্তীকালে যদি তদন্তকারী অফিসাররা তাঁকে ডেকে পাঠান তাহলে তিনি দেখা করবেন বলে জানিয়েছেন রাকেশ। প্রসঙ্গত, মাদক পাচারকাণ্ডে (Drug Smuggling case) নাম জড়িয়েছে এই BJP নেতার। প্রায় ১০ লক্ষ টাকার মাদক-সহ (cocaine) পুলিশের হাতে গ্রেফাতার হন বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগের পাশাপাশি বিজেপি নেতা রাকেশ সিংহের গ্রেফতারির দাবি জানান তিনি। ঘটনার তদন্তে নেমে রাকেশকে জেরা করার জন্য নোটিস পাঠানো হয়।
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)