Road Accident: ট্রাক্টর-ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মেমারিতে মৃত্যু মা, ছেলে-সহ ৩ জনের
মেমারিতে (Memari) ট্রাক্টর ও ম্যাটাডোরের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মা, ছেলে-সহ ৩ জনের মৃত্যু। পাশাপাশি আহত হয়েছেন ১১ জন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আহতরা বর্ধমানের (Bardhaman) অনাময় হাসপাতালে চিকিতসাধীন।
এদিকে, গতকাল দুপুরে কলকাতায় প্রবল বৃষ্টি (Kolkata Rain) হয়েছে। এরপর রাত পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। রাত পেরোলেও ঢাকুরিয়ার ঘোষপাড়া এলাকা এখনও জলমগ্ন।
অন্যদিকে, একজনের বয়স ৯৪, আরেক জনের ৭৯। করোনার (Corona) রক্তচক্ষুর কাছে বয়স যে নিতান্তই সংখ্যা, তা প্রমাণ করলেন বেহালার (Behala) বাসিন্দা এই দম্পতি। বিভূতিভূষণ সেনগুপ্ত ও ইলা সেনগুপ্ত, বেহালার শকুন্তলা পার্কের এই বাড়িতেই দম্পতির সংসার। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন চারদিক বেসামাল, তখন আচমকাই এই বাড়িতে হানা দেয় মারণ ভাইরাস। প্রথম করোনার উপসর্গ বুঝতে পারেন দম্পতির মেয়ে চৈতালি সেনগুপ্ত। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি। সংস্পর্শে আসায়, মা-বাবারও করোনা টেস্ট করান। চৈতালির রিপোর্ট নেগেটিভ এলেও, মা-বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিত্সকদের পরামর্শে আলিপুরের এক বেসরকারি হাসপাতালের স্যাটেলাইট সেন্টারে ভর্তি করা হয় দম্পতিকে। ন’দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন ইলা সেনগুপ্ত। আর দু’সপ্তাহ পর, কোভিডকে হারিয়ে, জীবনযুদ্ধে জিতে ফেরেন তাঁর স্বামী, ১০০ ছুঁইছুঁই বিভূতিভূষণ।
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)