(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: স্বাস্থ্য ভবনে শুভেন্দু, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্ত দাবি
শুক্রবার হঠাৎ স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিধায়ক। শুভেন্দু অধিকারীর দাবি, ‘আচমকা না এলে স্বাস্থ্য সচিবের দেখা মিলত না। কারণ যেভাবে দেবাঞ্জন দেব ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালিয়েছে, তা কীভাবে ঘটল তা জানার জন্য তদন্তের প্রয়োজন।’ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাতেই আজ স্বাস্থ্য ভবনে যান বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ‘প্রভাবশালীদের সঙ্গে নিয়ে দেবাঞ্জন দেব যে কাজ করেছে তাতে মানুষ আতঙ্কিত। প্রথমত, এই ভুয়ো ক্যাম্পে নেওয়া ভ্যাকসিন থেকে কারও কিছু হলে বলত মোদিজির পাঠানো ভ্যাকসিন নিয়ে তা হয়েছে। এটা একটা বড় চক্রান্ত বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, প্রায় দুই-তিন সপ্তাহ ধরে গাড়ি গাড়ি লোক এনে তিনি ভ্যাকসিনেশন করিয়েছেন। সেখানে আমরা কোথাও শাসক দলের সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখছি, আবার কখনও দেখছি সোনারপুরের নব নির্বাচিত বিধায়ককে। তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলেছেন। ভাল বড় সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত প্রয়োজন। প্রয়োজনে তদন্তের জন্য সিবিআই (CBI) এর সাহায্য নেওয়া যেতে পারে।’
দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে প্রতারণার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তিনি বলেন, ‘বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে। ভ্যাকসিন নেই, জল দিয়ে দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় একজন সাংসদ গিয়ে সেই ভ্যাকসিন নিয়ে এসেছেন। আমার মনে হয়, এর মধ্যে বর্তমান পুর প্রশাসক যুক্ত রয়েছেন। তাঁর পদত্যাগ করা উচিত। এই ঘটনার সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ গিনিপিগ নন।’