Tarapith Rathyatra 2021: উৎসবে কাটছাঁট তারাপীঠেও, রথে মায়ের প্রতিকৃতি রেখে হবে পূজা
মাহেশের (Mahesh) মতোই করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও (Tarapith)। গতবারের মতো এবারও তারা মাকে নিয়ে রথে করে ঘোরানো হবে না। তার বদলে রথে দেবীর প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। রথযাত্রা উপলক্ষ্যে তারাপীঠে ভক্ত সমাগম হলেও, অন্যবারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম। গতবছর থেকেই কোভিড পরিস্থিতির জেরে বিভিন্ন ক্ষেত্রে বদল এসেছে। মন্দিরের রথঘরে রাখা পিতলের রথ সাজানো হচ্ছে। বিকেলবেলা রথে দেবীর প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। নিয়ম মেনেই হচ্ছে ভোগ রান্নাও। সকাল থেকে অনেকেই দেবীদর্শনে ভিড় জমিয়েছেন। মন্দির কর্তৃপক্ষ জানান, “করোনা আবহের জন্য গতবার মায়ের পরিক্রমা বাতিল করা হয়েছিল। এবার করোনা সংক্রমণ কিছুটা কমলেও যাতে তা ছড়িয়ে না পড়ে সেই কথা মাথায় রেখে রথযাত্রাতে কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলারতির পর ভক্তরা মায়ের কাছে পুজো দিচ্ছেন। মায়ের প্রতিকৃতি নিয়ে যা যা রীতি মেনে পুজো হত, তেমনভাবেই হবে।“






















