Subhangshu Shukla: যান্ত্রিক ত্রুটির কারণে শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছোল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছোল । শুভাংশুদের মহাকাশ যানে যান্ত্রিক ত্রুটির কারণে পিছোল উৎক্ষেপণ । আজ ভারতীয় সময় বিকেলে সাড়ে ৫টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেসক্রাফটের । উৎক্ষেপণের আগে হট টেস্টের সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি । প্রোপালসন বে থেকে তরল অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বলে ধরা পড়ে পরীক্ষায় । এরপরই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । ত্রুটি মেরামত করে পরে উৎক্ষেপণের সময় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে
আরও খবর...
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলসের মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানেকে "টেররিস্তান" হিসেবে আখ্যা দেন। পাশাপাশি আন্তর্জাতিক দিক থেকে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রতি শূন্য-সহনশীলতার নীতি গ্রহণের জন্য আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠক ছিল এস জয়শঙ্করের। এরপর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে দুই দেশের মধ্যে সঙ্ঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।


















