Sujan Chakraborty: মানুষ বুঝে গেছে, বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হলেও মহিলাদের কোনও নিরাপত্তা নেই: সুজন
ABP Ananda LIVE: 'পদ পাইয়ে দেওয়া হবে বলে গেলেন কেন ? দুর্বৃত্তরা সুযোগ নিয়েছে'। মন্তব্য-বিতর্কে সমালোচনার ঝড় বয়ে গেলেও নিজের বক্তব্যে অনড় মদন মিত্র। 'একা একা গেলেন কেন ?', প্রশ্ন মদনের। মানুষ বুঝে গেছে, বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হলেও মহিলাদের কোনও নিরাপত্তা নেই: সুজন
'এরপরেও মুখ্যমন্ত্রী বলতে পারেন এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি !' তোপ সুকান্তর
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।কসবাকাণ্ডে প্রতিবাদে নেমে লকাপে, রাত কাটল সুকান্তর।সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। শনিবার দুপুরে গ্রেফতার, রবিবার সকালে জেলমুক্ত সুকান্ত।


















