Sukanta Majumdar: 'আমার মতে এটা অসাংবিধানিক বিল', অপরাজিতা বিল প্রসঙ্গে মন্তব্য সুকান্তর
ABP Ananda LIVE: 'আমার মতে এটা অসাংবিধানিক বিল', অপরাজিতা বিল প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি আরও বলেন, ক্যাপিটাল পানিশমেন্টের কোনও সাজা রাজ্য সরকার আইন করে পারে কি পারে না, সে বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত'। 'অপরাজিতা বিল' ফেরত পাঠিয়েছে রাজভবন। বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত: রাজভবন সূত্র। অপরাজিতা বিলে BNS-র ৬৪ ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব। ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি রাজভবনের, সূত্রের খবর। ৩ সেপ্টেম্বর, ২০২৪, বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিল' পেশ হয়।
বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা সিভি আনন্দ বোসের
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত? আচার্যের বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব। বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব রাজ্যপালের। অপরাজিতা বিল ফেরতের পর এবার বৈঠকে গরহাজিরায় ব্যাখ্যা তলব। আজ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকেন আচার্য। বৈঠকে ছিলেন ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাকিরা গরহাজির। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত বৈঠকে ছিলেন, সূত্রের খবর। 'যাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট উপাচার্যদের রাজভবনে ঢোকা বন্ধ। বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা সিভি আনন্দ বোসের।


















