Sunita Willams: অপেক্ষার প্রহর গোনা শুরু, অবশেষে ঘরে ফিরছেন সুনীতা
ABP Ananda Live: বুধবার নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামসরা । ফ্যালকন রকেটের ত্রুটি সারিয়ে স্পেস স্টেশনের পথে ক্রু টেন । ক্রু টেন স্পেস স্টেশনে পৌঁছলে, তবে সুনীতাদের নিয়ে রওনা দেবে ক্রু নাইন । ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন সুনীতি উইলিয়ামসরা ।
ট্রেন হাইজ্যাক নিয়ে মিথ্যে বলছে পাকিস্তান? সত্যিই কি উদ্ধার করা গিয়েছে পণবন্দিদের? বিবৃতি দিল ছিনতাইকারীরা
ট্রেন ছিনতাইকারী জঙ্গিদের সকলকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। রুদ্ধশ্বাস অভিযানের সমাপ্তিও ঘোষণা করে দিয়েছে তারা। কিন্তু বালুচিস্তানে Jaffar Express হাইজ্যাকের ঘটনায় পাক সরকারের সেই দাবি নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। কারণ Baloch Liberation Army-র দাবি, পাকিস্তান সরকার মিথ্যে বলছে। এখনও লড়াই চলছে এবং পাকিস্তানি সেনা রীতিমতো হিমশিম খাচ্ছে বলে দাবি তাদের। (Balochistan Train Hijack)
মঙ্গলবার বালুচিস্তানে প্রায় ৫০০ যাত্রী সমেত Jaffar Express হাইজ্যাক করে Baloch Liberation Army (BLA). শিশু, মহিলা, বয়স্কদের ছেড়ে দিয়ে শতাধিক জন যাত্রীকে পণবন্দি করে তারা। পণবন্দিদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি সেনা, পুলিশ, গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থার কর্মী বলে জানা যায়। ছুটিতে বাড়ি যাওয়ার সময় তাঁদের ট্রেনে হামলা হয় এবং সকলকে পণবন্দি করে রাখা হয় বলে জানায় BLA. (Balochistan Train Hijack)


















