Supreme Court: ফের NEET-এর দাবি খারিজ সুপ্রিম কোর্টের। ABP Ananda Live
ABP Ananda Live: MBBS কোর্সে ভর্তি হওয়ার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা NEET-এর প্রশ্নফাঁস মামলায় পরীক্ষার্থীদের একাংশের নতুন করে নিটের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এদিন বলে, পরীক্ষার পবিত্রতা পুরোপুরি নষ্ট হয়েছে, এখনই তা বলা যাবে না। ফের পরীক্ষার নির্দেশ দিলে তার গুরুতর প্রভাব পড়বে ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপর।
নতুন করে NEET UG-র দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য় করল---ফের পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন ২০ লক্ষ পরীক্ষার্থী। সর্বোচ্চ আদালত এদিন সিবিআইয়ের দেওয়া তথ্য সামনে রেখে বলে, প্রশ্নফাঁসে লাভবান হয়েছেন হাজারিবাগ, পাটনার ১৫৫ জন পরীক্ষার্থী। পরীক্ষার পবিত্রতা পুরোপুরি নষ্ট হয়েছে, এখনই তা বলা যাবে না। ফের পরীক্ষার নির্দেশ দিলে তার গুরুতর প্রভাব পড়বে ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপর। নষ্ট হবে বছর। ফের NEET-এর দাবি খারিজ সুপ্রিম কোর্টের।