Tax Tariff News: আমেরিকার ৫০ শতাংশ শুল্কের চাপ ভারতের উপর। শঙ্কিত বাণিজ্যমহল
ABP Ananda LIVE : ABP Ananda LIVE: আজ থেকে আমেরিকার ৫০ শতাংশ শুল্কের চাপ ভারতের উপর। ভারতে উৎপাদিত জিনিসের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ভারতীয় সময় সকাল ৯.৩১ মিনিট থেকে ৫০ শতাংশ শুল্ক লাগু। গতকালই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে আমেরিকা। ৫০ শতাংশ শুল্ক চাপানোর আগে গতকাল নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের আলোচনাও হয়েছে। আমেরিকা বিপুল পরিমাণে শুল্ক চাপানোয় ভারতের রফতানি বাণিজ্য মার খাওয়ার আশঙ্কা। ৪,৮০০ কোটি ডলারের মতো রফতানি বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা। আমেরিকার বিপুল পরিমাণ শুল্ক চাপানোয় শঙ্কিত বাণিজ্য মহল।
আমেরিকা ভারতের উপর ৫০শতাংশ শুল্ক চাপানোয় কোন কোন দেশের ফায়দা হল? ভারতের ২ প্রতিদেশী দেশ চিন ও বাংলাদেশ, বারতের এই অবস্থায় ফায়দা লুটতে তৈরি। এমনকী ভিয়েতনাম, কাম্বোডিয়া ফিলিপিন্সিও এর ফলে আমেরিকায় বাণিজ্য বাড়ার আশা করছে। মায়ানমার, তাইল্যান্ডের মতো দেশও থাকতে পারে ভারতের সম্ভাব্য ক্ষতিতে লাভবান দেশের তালিকায়।


















