এক্সপ্লোর
Titan : আটলান্টিকের অতলে তলিয়ে গেল টাইটান। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মৃত্যু। ABP Ananda Live
আটলান্টিকের গভীরে টাইটানিকের (Titanic) ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের (Titan) চালক সহ ৪ যাত্রীর মৃত্যু। জানালো পর্যটন সংস্থা ওশানগেট। ৯৬ ঘণ্টার অক্সিজেন নিয়ে পাড়ি দিয়েছিল টাইটান। বৃহস্পতিবার সকালের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। চালক ও চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। টাইটানের ধ্বংসাবশেষের কিছু অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউএস কোস্ট গার্ড। ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের গভীরে নেমেছিল। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকে আর খোঁজ মেলেনি টাইটানের।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















