TMC News: নিজের কেন্দ্রে, নিজেরই দলেরই হামলার মুখে রাজ্য়ের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী!
ABP Ananda LIVE: নিজের কেন্দ্রে, নিজেরই দলেরই হামলার মুখে রাজ্য়ের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী! মন্ত্রীর গাড়ি ভাঙলেন তাঁরই দলের নেতা-কর্মীরা। কাচ বিধল মন্ত্রীর গায়েও। আর ক্য়ামেরার সামনে দুপক্ষ একে অপরকে, তোলাবাজ-চিটিংবাজ বলে আক্রমণ শানালেন।
কাঁকুড়গাছির BJP কর্মী হত্যার মামলার চার্জশিটে নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডেরও
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে, তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের পাশাপাশি নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, বিষয়টি ধামা-চাপা দেওয়া, তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন। নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, শুভজিৎ সেনের নির্দেশে, কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন।

















