TMC News: বাঙালিদের কাশ্মীর যেতে 'না' শুভেন্দুর, সরব তৃণমূল
ABP Ananda LIVE: বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মন্তব্য তুলে ধরে এক্স পোস্টে সরব তৃণমূল। 'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। শুভেন্দুর মন্তব্যকে কড়া আক্রমণ মন্ত্রী শশী পাঁজার। 'অনেকটা জঙ্গিদের মতো কথা বললেন বিরোধী দলনেতা। 'পর্যটকদের এমন ফরমান দিতে পারেন না শুভেন্দু। ওমর আবদুল্লা আসায় কী অ্যালার্জি হচ্ছে, এত সমস্যা কোথায়?' প্রশ্ন তুলে সরব শশী পাঁজা।
এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল! এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে 'সন্ত্রাসবাদী', রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নেও বিতর্ক! ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল । সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল, জানাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি


















