Wayanad News: বিধ্বস্ত ওয়েনাডে রাহুল-প্রিয়ঙ্কা, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, আহত অন্তত ২০০ | ABP Ananda LIVE
প্রবল বৃষ্টিতে ধস, ওয়েনাডে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২০০। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী। নদীর ওপারে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওপারে উদ্ধারকারী, মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ। উদ্ধারকাজ চালানোই আপাতত সেনাবাহিনী, বায়ুসেনা, NDRF-এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়েনাডের বিপর্যয়স্থলে পৌঁছেছেন রাহুল, প্রিয়ঙ্কা।
প্রকৃতির রোষে তছনছ ওয়েনাড। গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ। জেসিবির সাহায্য়ে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। বিধ্বস্ত ওয়েনাড। রাস্তা হয়ে গেছে নদী। চারিদিকে শুধুই ধ্বংসের চিহ্ন। অস্থায়ী সেতু তৈরি করে চলছে উদ্ধার কাজ।
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের সিমলা ও মান্ডি। প্রায় ৫০ জন নিখোঁজ। ২ জনের মৃত্যু হয়েছে। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আজ ভোর পৌনে ৫টা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ঘুমের মধ্যেই তলিয়ে যান অনেকে। প্রাণ বাঁচাতে অনেকে জঙ্গলে আশ্রয় নেন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ফেটে যায়। গাছ উপড়ে পড়ায় একাধিক রাস্তা বন্ধ। ফুঁসছে বিতস্তা নদী। কুলুতে ভেসে গিয়েছে মালানা বাঁধ। আগামী ৩৬ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস আশঙ্কা বাড়িয়েছে। উত্তরাখণ্ডের তেহরিতেও মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। ৩ জনের মৃত্যু হয়েছে