WB Assembly By Election 2024: ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল
ABP Ananda Live: ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোট জিততে চাইছে বিজেপি'। 'বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'। 'কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে,পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ'। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।