India Pakistan News: ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য কী কী নিষেধাজ্ঞা জারি ?
ABP Ananda LIVE: সীমান্তে পাক বোমা-মর্টার, সীমান্তের রাজ্যে সতর্কতা । রাজস্থানের জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা । ১৫ মে পর্যন্ত গুজরাতে আতসবাজি-ড্রোনে নিষেধাজ্ঞা । চন্ডীগড়: ৭ জুলাই পর্যন্ত আতসবাজিতে নিষেধাজ্ঞা রাজস্থানের বারমেঢ়ে কড়া বিধিনিষেধ জেলা প্রশাসনের । বিকেল ৫টার পর থেকে পুরোপুরি সব বাজার বন্ধের নির্দেশ । সন্ধে ৬টা - সকাল ৬টা পর্যন্ত রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট । ব্ল্যাকআউটের সময় যানবাহন চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ । সামরিক এলাকার ৫ কিলোমিটারের মধ্যে নো এন্ট্রি । বারমেঢ়ে আতসবাজির উপরেও নিষেধাজ্ঞা । অমৃতসর: রাত ৮টা থেকে ব্ল্যাকআউট । 'জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, চন্ডীগড়, ভূজ'। জামনগর, রাজকোটে ১৫ মে পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমান বন্ধ
আরও খবর...
সীমান্তে সংঘর্ষ, পাক ক্ষেপণাস্ত্র মাটিতে ফেলল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে পাঞ্জাবের হোশিয়ারপুরে ভেঙে পড়ল ২টি পাক ক্ষেপণাস্ত্র
সীমান্ত থেকে ১১৭ কিলোমিটার ভিতরে পাক ক্ষেপণাস্ত্র মাটিতে নামাল ভারত। বারবার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ বার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গতরাত থেকে ৫০টি ড্রোন মাটিতে নামিয়েছে ভারতীয় সেনা। শুধু পাঞ্জাব সীমান্তেই ৩১টি ড্রোন ধ্বংস। ভারতের আধুনিকতম আকাশ-সুরক্ষা বর্মে দাঁত ফোটাতে ব্যর্থ পাকিস্তান

















