Pakistan Bomb Blast: লাহোরে জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, আহত কমপক্ষে ১৭
পাকিস্তানের (Pakistan) জঙ্গি হাফিজ সইদের বাড়ির কাছে বিস্ফোরণ। লাহোরে হাফিজ সইদের (Hafiz Saeed) বাড়ির বাইরে বিস্ফোরণ ঘটে। লাহৌরের (Lahore) জোহর টাউন (Johar Town) এলাকায় এই বিস্ফোরণে জখম অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত (Injured) হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের ভর্তি করা হয়েছে জিন্না হাসপাতালে (Jinnah Hospital)। এই ঘটনার রিপোর্ট চাইলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। আশঙ্কা, বিস্ফোরণে জখম বা মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে স্ট্র্যান্ড রোডে (Strand Road) পোর্ট ট্রাস্টের (Port Trust) পরিত্যক্ত ওয়ার হাইস থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনার তদন্তে ফরেন্সিক দল (Forensic Team)। নরকঙ্কালের (Skeleton) অসিফিকেশন টেস্ট (Ossification Test) ও কেমিক্যাল পরীক্ষা (Chemical Examination) হবে। ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে কঙ্কাল। গতকাল কঙ্কাল উদ্ধার হয়। তবে কতদিন আগে, কীভাবে মৃত্যু, পুরুষ না মহিলার কঙ্কাল ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত চালানো হচ্ছে।