Tokyo Olympics: গেমস ভিলেজে প্র্যাকটিসে নেমে পড়লেন সিন্ধু-অতনু-তরুণদীপরা
সোমবার টোকিয়ো গেমস ভিলেজে প্রথম প্র্যাকটিস সেশনে নেমে পড়লেন ভারতীয় অ্যাথলিটরা। অনুশীলনে ভারতীয় তিরন্দাজি দল দীপিকা কুমারী, অতনু দাস, তরুণদীপ রায় এবং প্রবীণ যাদবরা। ট্রেনিং শুরু ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুরও। অনুশীলন শুরু টিটি তারকা শরদ কমল, জি সাথিয়ানেরও।
অন্যদিকে, আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনই সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা। রণকৌশল স্থির করতে অধিবেশনের আগে বৈঠক। মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে বৈঠকে ইউপিএ জোটের শরিকদের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ। দলের সদর দফতর থেকে সাইকেলে সংসদে যাবেন তৃণমূল সাংসদরা। রয়েছে বিক্ষোভ কর্মসূচিও। বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল।






















