Astrology: নতুন গাড়ি বা বাড়ির স্বপ্ন পূরণ হতে পারে এই রাশির, '২৪-এ 'কপাল চমকাবে' আর কাদের ?
Yearly Astrological Predictions: উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে কাটতে চলল একটা বছর। নতুন বছরটা কেমন যাবে ? কাদের জীবনে সুদিন আসবে ?
কলকাতা : গ্রহের গতিবিধি ২০২৪ সালে ১২টি রাশিকেই প্রভাবিত করতে চলেছে। নতুন এই বছরে শিক্ষা, চাকরি, কেরিয়ার, ভালবাসার জীবন এবং আর্থিক ক্ষেত্র কী নিয়ে আসছে ?
কর্কট রাশি - নতুন বছর কর্কট রাশির জাতকদের জন্য শুরুতে কিছু সমস্যা আসতে পারে। মার্চের পরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ভাড়া বাড়িতে থাকলে তা পরিবর্তন করার চিন্তা মাথায় আসতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ায় সময় এবং অর্থের ক্ষতি হতে পারে। ২০২৪ সালের মে মাসের শুরুতে কেরিয়ারে ভাল বৃদ্ধি দেখা যেতে পারে। পদোন্নতিরও সম্ভাবনা থাকতে পারে। অফিসে আপনার অবদান এবং কাজের প্রশংসা করা হবে। পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। অক্টোবরে বাড়িতে আনন্দের পরিবেশ। নতুন অতিথির আগমনের খবর আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ২০২৪ সালে চাপের কারণ হতে পারে। নতুন বছর আপনার ইচ্ছার ৭০ শতাংশ পূরণ করবে। মায়ের সেবা করুন এবং গণেশের পুজো করুন।
কন্যা রাশি - কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে ২০২৪ সালটি বিশেষ হতে চলেছে ৷ আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাজে ধীর গতি অনুভব করবেন। তবে, মার্চের পরে, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে ৷ যাঁরা চাকরি করছেন, তাঁরা উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতি এ বছর পেতে পারেন। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁরা চাকরি পরিবর্তন করতে আগ্রহী হবেন। নতুন গাড়ি বা নতুন বাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সুখ। সন্তানদের স্বাস্থ্য এবং তাদের পড়াশোনায় সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। ছোট ঋণের পরিমাণ বাড়তে পারে। সামগ্রিকভাবে, ২০২৪ সাল কন্যা রাশির জাতকদের জন্য ৮০-৮৫ শতাংশ ভাল প্রমাণিত হবে।
ধনু রাশি - ধনু, দেবগুরু বৃহস্পতির রাশি, ২০২৪ সালের অন্যতম ভাগ্যবান রাশি। নতুন বছর শুধু আপনার জন্য। কেরিয়ারের দিক থেকে এই বছরটি শিক্ষার্থীদের জন্য বিশেষ। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সুখবর পেতে পারেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টি আপনার কেরিয়ারে একটি নতুন দিক-নির্দেশনা দিতে চলেছে। ব্যাঙ্কিং ও শেয়ার বাজারের সঙ্গে যুক্তরা উপকৃত হবেন। এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত, আপনি আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। যাঁরা প্রশাসনিক পদে আছেন তাঁরা বদলি এবং পদোন্নতি উভয়ই পেতে পারেন। যাঁরা বিয়েতে বাধার সম্মুখীন হচ্ছেন, তাঁদের জুলাইয়ের পরে তা চলে যাবে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে আঘাত পাওযার সম্ভাবনা রয়েছে। সতর্ক হোন।
মকর রাশি- শনির রাশি হল মকর রাশি। আপনার উপর শনিদেবের বিশেষ নজর রয়েছে। কিন্তু ২০২৪ সালে, শনি আপনার জন্য উন্নতির পথ খুলে দিতে চলেছে। জানুয়ারির শেষে, শনি আপনাকে আর্থিক লাভ দেবে, আপনি সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। অফিসেও বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত কাজ অগাস্টের মধ্যে সম্পন্ন হবে। প্রেমে কিছু সমস্যা হতে পারে। অথবা কোনও নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারেন। অক্টোবর-নভেম্বর মাস খেলোয়াড়দের জন্য ভাগ্যবান হবে। পারফরম্যান্স ভাল হবে। সুগারের রোগীদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মহিলাদের মানসিক চাপ কমাতে কাজ করা উচিত।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।