আজ বুদ্ধ পূর্ণিমাতেই অগাধ লাভ, কাজে হাত দিলেই সোনা ! কোন ৩ রাশি বসবে সৌভাগ্যের চূড়ায়
মঙ্গলকে যুদ্ধ, পরাক্রম, ভূমি, রক্ত, শক্তি ইত্যাদির কারক বলে মনে করা হয়। অন্যদিকে বুধকে বাক্শক্তি, যোগাযোগ, দক্ষতার প্রতীক বলে মনে করা হয়।

গ্রহের সেনাপতি বলা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল আজ অর্থাৎ ১২ মে বুদ্ধ পূর্ণিমায় নক্ষত্র পরিবর্তন করেছে। মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে রয়েছে । এরপর সে সিংহ রাশিতে চলে যাবে। আজ সকাল ৮ টা ৫৫ মিনিটে বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করবে।
সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি গ্রহ রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। কিন্তু আজ, সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় মঙ্গলের এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। মঙ্গলকে যুদ্ধ, পরাক্রম, ভূমি, রক্ত, শক্তি ইত্যাদির কারক বলে মনে করা হয়। অন্যদিকে বুধকে বাক্শক্তি, যোগাযোগ, দক্ষতার প্রতীক বলে মনে করা হয়।
জ্যোতিষাচার্য অনীশ ব্যাস জানান, অশ্লেষা নক্ষত্র, যেখানে আজ মঙ্গল গোচর করেছে, সেটি রহস্যময় ও পরিবর্তনশীল নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশির উপর পড়বে। তিনটি রাশি আছে, যাদের জন্য মঙ্গলের এই নক্ষত্র বদল মঙ্গলকর হবে এবং অপার লাভ এনে দেবে।
বৃষ রাশির জীবনে মঙ্গল গোচরের প্রভাব (Taurus)
অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে মঙ্গল বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। এই সময় আপনার জন্য সোনালী সময় হবে, যেখানে যে কোন কাজের শুভ ফলই পাওয়া যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন জাতক-জাতিকাদের জন্যও সময় শুভ থাকবে। সমাজে আপনার মর্যাদা-সম্মান বাড়বে এবং স্বাস্থ্যের জন্য আপনি সুস্থ থাকবেন।
তুলা রাশির জীবনে মঙ্গল গোচরের প্রভাব (Libra)
মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের পর তুলা রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমিকের সঙ্গে সম্পর্কে মজবুত হবে। চাকরিজীবী জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় অর্থ লাভের যোগও তৈরি হতে পারে।
মকর রাশির জীবনে মঙ্গল গোচরের প্রভাব (Capricorn)
মকর রাশির মঙ্গলের নক্ষত্র পরিবর্তন লাভজনক হবে। এই সময় এমন অনেক যোগ তৈরি হবে, যার ফলে আপনার কাজ সফল হবে এবং লাভ হবে। অর্থের ভালো উৎস তৈরি হবে, শুধুমাত্র আপনাকে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেম ও দাম্পত্য জীবন অনুকূল থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















