(Source: ECI/ABP News/ABP Majha)
Tulsi Plant : বাড়ির এই দিকে বসান তুলসি গাছ, আসবে সুখ-সমৃদ্ধি; দূর হবে আর্থিক সঙ্কট
Tulsi Plantation Tips : বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন। তাই, বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়
কলকাতা : বাঙালির ঘরে ঘরে তুলসি গাছ (Tulsi Plant)। কারণ, এই গাছকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় যে, তুলসি গাছে দেবী লক্ষ্মী বিরাজ করেন। যে বাড়িতে তুলসি গাছ থাকে সেখানে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিয়মিত তুলসি গাছের পুজো করলে দেবী লক্ষ্মীর (Goddess Lakshmi) আশীর্বাদ পাওয়া যায়। তবে, বাড়িতে তুলসি গাছ বসানোর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে, যা মেনে চলতে হবে। আসুন জেনে নেওয়া যাক তুলসি গাছ লাগানোর সঠিক দিক কোনটা।
তুলসি লাগানোর সঠিক দিক-
তুলসি গাছের জন্য সবচেয়ে শুভ দিকটি হল- উত্তর দিক। এছাড়াও, বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে। এই দিকে তুলসি লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে, পূর্ব দিকে তুলসি গাছ লাগালে ঘরে সূর্যের শক্তি প্রবেশ করে। তুলসি গাছ কখনই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসানো উচিত নয়।
এই দিনে তুলসি গাছ লাগানো শুভ-
বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন। তাই, বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসিকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই এই দিনে তুলসি গাছ লাগালে তা-ও শুভ বলে বিবেচিত হয়। শনিবার তুলসি গাছ বসালে আর্থিক সঙ্কট দূর হয়। সোম, বুধ, রবিবার, একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিনে কখনই তুলসি গাছ লাগানো উচিত নয়।
তুলসির জন্য শুভ মাস-
মনে করা হয় যে, কার্তিক মাসে (অক্টোবর এবং নভেম্বর মাসে) বাড়িতে তুলসি গাছ লাগাতে হবে। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রিতে বাড়িতে তুলসি গাছ লাগাতে পারেন। এপ্রিল থেকে জুন মাসে তুলসির চারা রোপণ করা যেতে পারে, এই সময়ে তুলসির বৃদ্ধি ভাল হয়।
আরও পড়ুন ; তুলসির পাশে রাখবেন না এই ৫ জিনিস ! ঘরে নেমে আসবে চরম দারিদ্র
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)